28.9 C
Bangladesh
Thursday, 19, June 2025
spot_img

বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন-সরকারের প্রতি নুরুল হক নুর

ঝিনাইদহ প্রতিনিধি :

গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গত আড়াই মাসে অর্ন্তবর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পারেননি। দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে পরামর্শ নিন। বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। আজ শনিবার বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এ গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।

জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো: সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: রাশেদ খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন, এডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, প্রিন্সিপ্যাল আখতারুজ্জামান, শরিফুল ইসলাম, আশিক ইকবাল, রাকিবুল হাসান, তোফাজ্জেল হোসেন, আব্দুর রহমান, আনিসুর রহমান, সোহেল রানা, বাবু খান, জাহাঙ্গীর হোসেন, আশিকুর রহমান, নেওয়াজ খান বাপ্পি, নাজমুল হাসান, মুক্তারুজ্জামান দেলু, বরকত আলী, এডভোকেট আব্দুল খালেক প্রমূখ। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন।

প্রধান অতিথি বলেন, ৭১এ রক্ত দিয়েছি, ৯০ এ রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা আর রক্ত দিতে চাইনা, জীবন দিতে চাইনা। আমাদের মনের মতো বাংলাদেশ আমরা আগামীতে গড়তে চাই, মানের মতো রাষ্ট্র সাজাতে চাই। তিনি বলেন এই সরকারকে ক্ষমতায় রেখে আমরা ঘুনে ধরা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা মেরামত করাতে চাই। রাস্ট্র সংস্কার করতে চাই।
তিনি বলেন নির্বাচন নিয়ে আমাদের কোন অস্থিরতা নাই। নির্বাচন নিয়ে কোন তাড়া নাই। শেখ হাসিনার ১৫ বছরে জালিম শাহী সরকারকে আমরা সহ্য করেছি। এ সরকার যদি দুই এক বছর ক্ষমতায় থাকে তাও আমরা সহ্য করতে পারবো। তবে সরকারকেও জনগণের পালস্ বুঝতে হবে। জনগণের ভাষা বুঝতে হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles