২২ টাকার টিএসপি ২৯ টাকায় এবং ডিএপি সার ১৬ টাকার পরিবর্তে ৩৬ টাকা কেজি দরে বিক্রি করার দায়ে নজরুল ইসলাম নামে এক সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজারে এই জরিমানা আদায়ের ঘটনা ঘটে। ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, নিয়মিত বাজার মনিটরিং করার অংশ হিসেবে বয়ড়াতলা বাজারে মেসার্স নজরুল ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে অভিযোগ উঠে ব্যবসায়ী নজরুল ইসলাম টিএসপি সার ২২ টাকার পরিবর্তে ২৯ টাকা এবং ডিএপি সার ১৬ টাকার পরিবর্তে ৩৬ টাকা বিক্রি করছেন। অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় বিধি মোতাবেক ব্যবসায়ী নজরুলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।