28.9 C
Bangladesh
Thursday, 19, June 2025
spot_img

বেসিস সভাপতি রাসেল টি আহমেদের পদত্যাগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার সকালে (১৭ অক্টোবর) বেসিস ২০২৪-২৬ কার্য নির্বাহী কমিটির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। দীর্ঘ চিঠিতে বেসিসকে এগিয়ে নেয়ার স্বার্থে সড়ে দাঁড়ালেন বলে উল্লেখ করেছেন তিনি। চিঠিটির অনুলিপি বেসিস সচিবালয়, বাণিজ্য সচিব ও মন্ত্রণালয়ের ডিটিও শাখাকে দেয়া হয়েছে।

চিঠিতে রাসেল টি আহমেদ লিখেছেন, বেসিস সভাপতি হওয়ায় আমাকে নামে-বেনামে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব লক্ষ্য করা গেলেও বেসিস ইসির কাছ থেকে আমি এ ধরনের লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে এই অভিযোগ সভাপতি হিসেবে সংগঠনের মর্যাদা ক্ষুন্ন করে বিবেচনায় এই পদত্যাগ বলে জানিয়েছেন রাসেল।

চলতি বছরের ৯ মে দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪–২৬ মেয়াদের নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে সভাপতি হন রাসেল টি আহমেদ। ১১ সদস্যের এই ইসিতে জ্যেষ্ঠ সহসভাপতি সিসটেক ডিজিটালের রাশিদুল হাসান। কার্যত তার কাছেই এখন থাকছে সভাপতির দায়িত্ব।

ইসিতে সহ সভাপতি (প্রশাসন) মাস্টারকার্ড সিঙ্গাপুরের সৈয়দ মোহাম্মদ কামাল ও সহসভাপতি (অর্থ) ডিভাইন আইটির ইকবাল আহমেদ ফখরুল হাসান এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভান্সড ইআরপির মো. মোস্তাফিজুর রহমান, শুটিং স্টারের দিদারুল আলম, এআর কমিউনিকেশনসের এম আসিফ রহমান, অ্যানালাইজেন বাংলাদেশের মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, বন্ডস্টেইন টেকনোলজিসের মীর শাহরুখ ইসলাম, কার্নিভ্যাল অ্যাসিউরের বিপ্লব ঘোষ ও এমএস ফাইনালাইটিকসের সৈয়দ আবদুল্লাহ জায়েদ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles