28.9 C
Bangladesh
Thursday, 19, June 2025
spot_img

ভারতে পাচারের সময় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

দুরন্ত প্রকাশ ডোস্ক:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪০টি স্বর্ণের বারসহ রিমন হোসেন নামে চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার (১৭ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। সে একই উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে চোরাকারবারিরা মাটিলা সীমান্ত দিয়ে স্বর্ণের বার নিয়ে পাচারের উদ্দেশে ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিজিবি-৭ সদস্যের একটি টহল দল ওঁত পেতে থাকে। চোরাকারবারিরা সীমান্ত এলাকায় পৌঁছালে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় একজন ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও রিমন হোসেনকে আটক করে বিজিবি। পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪ কেজি ৬৬৫ দশমিক ৫৪ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য ৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা। আটক রিমনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles