মাগুরায় মহম্মদপুরে মসজিদে নামাজ পড়তে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন ওরফে পাখি মাস্টার (৫৫) নামে এক প্রাইমারী স্কুলের শিক্ষক নিহত হয়েছেন। রবিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত আলাউদ্দিন ওই এলাকার মৃত আব্দুল হক মোল্যার ছেলে। মৃত্যুর খবরে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস মাগুরা সংবাদকে জানান, পূর্বশত্রুতার জের ধরে আজ বিকালে পাখি মাস্টার মসজিদে নামাজ পড়তে গেলে প্রতিপক্ষের লোকজন আলাউদ্দিন ওরফে পাখী মাস্টারকে মসজিদের ভিতরে বেদম পেটায়। গুরুতর আহত পাখী মাস্টারকে প্রথমে মহম্মদপুর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।