ঝিনাইদহের মহেশপুরের স্কুল ছাত্র চৌগাছায় খুন। এই মৃত্যুর ঘটনায় গ্রামটিতে বইছে শোকের মাতম।
পারিবারিক ও থানা সূত্রে প্রকাশ, ১১ই জুলাই রোববার বিকালে মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের মহিউদ্দিনের ছেলে এসএসসি পরীক্ষার্থী রাতুল(১৭) কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামে ভগ্নিপতির বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। ১২ই জুলাই সোমবার সকালে পার্শ্ববর্তী চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাওড়ের পাশে একটি পাটক্ষেতের মধ্যে এলাকাবাসাী তার লাশ দেখতে পেয়ে চৌগাছা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।
এই ঘটনায় চৌগাছা থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহত রাতুলের স্বজনরা জানায়, সে এ বছর উপজেলার এম.পি.বি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। বাড়ি থেকে যাওয়ার সময় তার হাতে একটি টাচ মোবাইল ছিল। যার নং-০১৯৮৮-৪৫৬২৩০। একটি সূত্র জানিয়েছে,বাড়ি থেকে মহেশপুর শহরে পৌছালে রাতুলের সাথে একজনের মোবাইলে কথা হয়। এরপর সে কোটচাঁদপুরে না যেয়ে চৌগাছায় যায়। চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নিহত রাতুলের বাবা মহিউদ্দিন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিবার লাশ নেওয়ার জন্য মর্গে ছিল।