ঝিনাইদহের মহেশপুরে ফার্টিলাইজার এসোসিয়শনের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আনুষ্ঠানিক ভাবে ৫টি ৭.৮ অক্সিসিজেন সিলিন্ডার উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তারের হাতে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সেলিম, সাংবাদিক কল্যান সমিতির সাবেক সভাপতি আবুল হোসেন লিটন, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা ফার্টিলাইজার এসোসিয়শনের সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, মহেশপুর উপজেলা ফার্টিলাইজার এসোসিয়শনের সভাপতি নন্দলাল দত্ত, সাধারণ সম্পাদক আজব আলী, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক ইয়াকুব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।