28.9 C
Bangladesh
Thursday, 19, June 2025
spot_img

মাদকের বিরুদ্ধে তারুণ্যের শপথ ও মাদক বিরোধী সেমিনার

আসিফ ইকবাল,ঝিনাইদহ:

‘এসো তরুণ মিলাই হাত, মাদক ব্যাধি নিপাত যাক’ এই প্রতিপাদ্যে আজ সেচ্ছাসেবী সংগঠন “দুরন্ত”র উদ্যোগে ঝিনাইদহের আহার রেস্টুরেন্টের হল পারুলে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী শপথ ও সেমিনার অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উইমেন্স এইড, ঝিনাইদহ এর সহযোগিতায় দুরন্ত’র সভাপতি ফৌজিয়া হক জুই এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিরাজ জামান রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝিনাইদহ এর সহকারী পরিচালক গোলক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন কর্মী ও পদ্মা, ঝিনাইদহ এর নির্বাহী পরিচালক মো: হাবিবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোহেল রিজভী। এসময় আরো উপস্থিত ছিলেন দুরন্ত প্রকাশ পত্রিকার বার্তা সম্পাদক ফয়সাল আহমেদ, দুরন্ত’র পরিচালনা পর্ষদের সদস্য উৎপল কুমার মজুমদার উইমেন্স এইড  এর সদস্য তহমিদা খাতুন, দুরন্ত’র সাধারণ পরিষদ সদস্য খন্দকার গোলাম মর্তুজা, মামুন হুসাইন ও আসিফ ইকবাল।

অতিথিবৃন্দ সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকবিরোধী সেশন পরিচালনা করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থী মো: মাহমুদ হাসান সকল শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। মাদকবিরোধী শপথ অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সমস্বরে ‘মাদককে না’ বলে স্লোগান দেয়। শিক্ষার্থীরা শপথ গ্রহণে কখনো ক্ষতিকারক মাদকের ব্যবহার করবে না মর্মে প্রত্যয় ব্যক্ত করে।

দুরন্ত’র সভাপতি ফৌজিয়া হক জুই এর সমাপনী বক্তব্য ও অংশগ্রহণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে অনুস্ঠানের সমাপ্তি হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles