আজ সকালে ঝিনাইদহ শহরের চারুগৃহ শিশুস্বর্গ স্কুলের আয়োজনে ও হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের সহোযোগিতায় মুজিব শতবর্ষ ও আমাদের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিরা ৬ টি ক্যাটাগরীতে অংশ করে চিত্রাঙ্কণ এর জন্য ১ ঘন্টা করে সময় পাই। পরে বিচারকদের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় যৌথ বিজয়ী নাম ঘোষণা করে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।
উক্ত সময়ে উপস্থিত ছিলেন নাসিমা হাসান আপ্যায়ন বিষয়ক সম্পাদক হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, মালেকা হেনা মায়া নারী বিষয়ক সম্পাদক হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, জাহান লিমন প্রধান নির্বাহী হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, আরেফিন অনু পরিচালক চারুগৃহ শিশুস্বর্গ স্কুল,রাম গোপাল বিশ্বাস চিত্রাঙ্কন বিষয়ক শিক্ষক চারুগৃহ, সামির শাকির স্বত্বাধিকারী ইনসাফ হোম ডেলিভারি ঝিনাইদহ ও কার্যনির্বাহী সদস্য হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, বাইজিদ খান নির্বাহী সদস্য হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, কার্য নির্বাহী সদস্য মিম, ও সাধারণ সদস্য শাউলিয়া ছাড়া হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের অনান্য সদস্য ও চারুগৃহ শিশুস্বর্গের শিক্ষক শিক্ষীকা গন উপস্থিত ছিলেন।
হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহান লিমন তার বক্তৃতায় বলেন হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবার প্রতি বছর শিশুদের আমাদের মহান স্বাধীনতা প্রতি উজ্জীবিত করার পাশাপাশি মন বিকাশের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন ও সহোযোগিতা করা হয়ে থাকে।