মেহেরপুর জেলায় নতুন করে ১৪ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (১৮ জুন), রাত ৮ টা পর্যন্ত নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ছিল পিসিআর ল্যাব ৭০ টি। মোট ৭০ টি নমুনা পরীক্ষায় ১৪ জনের শরীরে কোভিড পজিটিভ শনাক্ত করা হয়। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ২ জন, গাংনী উপজেলায় ৭ জন এবং মুজিবনগর উপজেলায় ৫ জন রয়েছে বলে মেহেরপুর সিভিল সার্জন সূত্রে জানা যায়। মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ২৪৮ টি। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৭০ জন, গাংনী উপজেলায় ১০৬ জন এবং মুজিবনগর উপজেলায় ৭২ জন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা ৩১ টি। ( নতুন ১ জন মুজিবনগর উপজেলায়)। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১২ জন, গাংনী উপজেলায় ১২ জন এবং মুজিবনগর উপজেলায় ৭ জন। জেলায় সর্বমোট সুস্থ্য হয়েছেন ৯৭৭ জন। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৫৪৪ জন, গাংনী উপজেলায় ৩১৯ জন এবং মুজিবনগর উপজেলায় ১১৪ জন। ট্রান্সফার্ডের সংখ্যা ১০১ জন। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৬১ জন, গাংনী উপজেলায় ১৬ জন এবং মুজিবনগর উপজেলায় ২৪ জন। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে, নিয়মিত সাবান পানি দিয়ে ভাল ভাবে হাতমুখ ধোয়ার অভ্যাস বজায় রেখে, মাস্ক পরিধান করে, জনসমাগম এড়িয়ে চলে এবং হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়েছেন মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন। সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।