28.9 C
Bangladesh
Thursday, 19, June 2025
spot_img

যশেরের অভয়নগ উপজেলা নির্বাচনের ফলাফল

মেহেদী হাসান মামুন, যশোর প্রতিনিধি:

অভয়নগরে উপজেলা নির্বাচনে আজ ২৯ শে মে সারাদিন প্রতিটা ভোট কেন্দ্রে পুলিশ প্রশাসন, আনসার বাহিনি সহ সকল সদস্যবৃন্দ। তবে প্রার্থীর যারা নিকটতম হয়ে কাজ করেছেন তাদের কথা না বললেই নই এটা যেন তাদের সমাজ পরিবর্তন ও উন্নয়নের এক বিশাল জোয়ার। তাদের ও সারাদিনে সাধারন জনগনের উপকারে গরমের মাঝেও তাদের কাজ চালিয়ে গিয়েছন। আর এভাবেই উপজেলা নির্বাচন পালিত হয়েছে।

উভয় পক্ষের যারা ভোটার আছেন তাদের ভেতর চলেছে দুশ্চিন্তা, অবশেষে কেউ মুখটা কালো করলো আবার যারা শান্তির পক্ষে তারা আনন্দে হাসলো।প্রত্যেকটা কেন্দ্রের সবকটির গননা শেষে রিটার্নিং অফিসার ফলাফল ঘোষনা করেন।

বিরোধী পক্ষ আনারস মার্কা রবিন অধিকারী ব্যাচা তিনি পেলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোট ৪৮২২১ ভোট নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান মোটরসাইকেল প্রার্থী তিনি পেলেন (৫৪০৭১) ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া খানম তিনি পেয়েছেন হাস প্রতীকে (৪২৯৮২) ভোট তার প্রতীদন্দী মিনারা পারভীন পেয়েছন(৪১৩১৭) ভোট।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles