মেহেদী হাসান মামুন, যশোর প্রতিনিধি:
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১ প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক ও গবেষক এবং যশোরের ঝিকরগাছা উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব হোসেনউদ্দীন হোসেন গত ২০ মে বিকাল ৪ টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, যশোর-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কথাসাহিত্যিক হোসেনউদ্দীন হোসেনের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০টি৷ সাহিত্যক্ষেত্রে অসামান্য অবদানের জন্য লন্ডনের ক্যামব্রিজ ইউনিভার্সিটির সম্মানজনক গোল্ড মেডেল পুরস্কার (২০০৫), ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ পদক, মাইকেল মধুসূদন একাডেমি পদকসহ অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। ২০১০ সালে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এম. এ ক্লাসের পাঠ্যসূচিতে তাঁর রচিত “ইঁদূর ও মানুষেরা” উপন্যাসটি অন্তর্ভুক্ত হয়।
আজ ২১ মে জোহর নামাজ বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।