মেহেদী হাসান মামুন, যশোর প্রতিনিধি:
ডাউন সিনড্রোম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ২১ মার্চ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় ২১ মার্চ ২০২৪ যশোরের প্রথমবারের মতো সুইট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাঁচতে শেখার চাইল্ড এম্পায়ার সেন্ট প্রকল্পের ১১ তম জাতীয় এবং ১৯ তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালন করে। দিবস উদযাপন অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডাউন সিনড্রোম দিবসের মূল উদ্দেশ্য ছিল ডাউন সিনড্রোম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ডাউন সিনড্রোম জনিত ব্যক্তিদের অধিকার অন্তর্ভুক্তি এবং সার্বিক মঙ্গলের জন্য বিশ্বব্যাপী একক কণ্ঠস্বর তৈরি করা।
ডাউন সিন্ড্রম দিবস ২০১৪ উদযাপনে সহায়তা করে দাতা সংস্থা লিলিয়ানা ফাউন্ডেশন ও সেন্টার ফর ডিসাবিলিটি ইন ডেভেলপমেন্ট(Center for Disability in Development)
উক্ত অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর DDAO মুনাফরিন সহ স্কুলের শিক্ষকবৃন্দ, শিশুদের পিতা-মাতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও প্রকল্পের কর্মকর্তা জনাব শিউলী মির্জা, শাজাহান আলম এবং সাথী বিশ্বাস উপস্থিত ছিলেন।