28.9 C
Bangladesh
Thursday, 19, June 2025
spot_img

যশোরে গৃহচুরির ঘটনায় স্পাইডারম্যান খ্যাত চোর শামীমসহ গ্রেফতার-২, চোরাই স্বর্ণালংকার উদ্ধার

মেহেদী হাসান মামুন, যশোর প্রতিনিধি:

জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ডিবির ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় : গত ইং ১৬/০৩/২০২৪ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন ঘোপ নওয়াপাড়া রোডে জনৈক পার্থ মজুমদার, পিতা- অলোক মজুমদার এর ২য় তলার বাসার হ্যাসবোল্ড ভেঙ্গে অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি সংঘটন করে স্বর্ণালংকার, রুপার অংলকার ও নগদ টাকা মোট ১,৭৮,০০০/- টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনা সংক্রান্তে কোতয়ালী মডেল থানার মামলা নং-৭২ তাং-১৯/০৩/২০২৪ খ্রিঃ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়। পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম এর নেতৃত্বে মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই শামীম হোসেন ও এসআই মফিজুল ইসলাম, পিপিএম এএসআই রঞ্জন কুমার বসুর সমন্বয়ে একটি টিম তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাপ্ত ব্যক্তিকে সনাক্ত করে স্প্রাইডারম্যান খ্যাত কুখ্যাত চোর শামীম হোসেনকে ইং ২০/০৩/২০২৪ তারিখ বিকাল ১৭.৩০ ঘটিকার সময় শহরের চারখাম্বার মোড় থেকে আটক করে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মোতাবেক চোরাই স্বর্ণ ক্রেতাকে ঝুমঝুমপুর এলাকা থেকে আটক করে ১০ আনা ৩ রতি স্বর্ণালংকার, ১ ভরি ১ আনা ৪ রতি রুপা ও নগদ ৬০০০/- টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানা যায়, কুখ্যাত শামীম চোরের বিরুদ্ধে একাধিক চুরি মামলা রয়েছে। সে উক্ত ঘটনা ছাড়াও একাধিক চুরির ঘটনা স্বীকার করেন।

আটককৃতরা হচ্ছে,
১। শামীম হাসান শাহীন স্বাধীন (২৮), পিতা- মোঃ রবিউল ইসলাম ৥ বাবুল ৥ রবি ৥ শহিদুল হাসান, মাতা- জেবুন নেছা৥ জীবন, সাং- শংকরপুর বাসটার্মিনাল মাঠপাড়া ২। মোঃ আজগর হোসেন (৪১), পিতা- মোঃ ইবাদ আলী, মাতা- ইনজিরা খাতুন, সাং-ঝুমঝুমপুর উত্তরপাড়া, সর্বথানা-কোতয়ালী, জেলা-যশোর।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles