28.9 C
Bangladesh
Thursday, 19, June 2025
spot_img

যশোরে জোরপূর্বক বিষপানে গৃহবধূকে হত্যার অভিযোগ

মেহেদী হাসান মামুন, যশোর প্রতিনিধি:

যশোরের বারী নগর সাতমাইলের বড়হৈবতপুর গ্রামের গোবিন্দ বিশ্বাস পুত্র প্রশান্ত বিশ্বাস(৩৯) এর স্ত্রী কামনা বিশ্বাস(৩৫)
কীটনাশক পানে মারা যান।

গত ৩ মে কীটনাশক পানের পর অসুস্থ অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থা উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ৯ মে রাত আনুমানিক সাড়ে ১২টায় মৃত্যু বরণ করেন। মৃতের ছোট ভাই বাপ্পি সরকার জানান, ‘স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের কারণে মাত্র ৩৫ বছর বয়সেই আমার দিদিকে পৃথিবী ছাড়তে হলো। বিয়ের ১৫ বছর সংসার জীবনে শুধু নির্যাতন সহ্য করেছে আমার দিদি। শুধু দিদির সংসার ভেঙে যাবে এই জন্য কখনও কোনো শক্ত পদক্ষেপ নেইনি আমরা। কিন্তু। শেষে আমার দিদিকে মেরেই ফেললো।’ মৃতের পরিবারের পক্ষ থেকে বলা হয়, এটা আত্মহত্যা নয়, খুন। তারা এমন কীটনাশক খাওয়ায়েছে, যার চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা ছিলনা। মৃত্যুর পর শ্বশুর বাড়ির কেউ দেখতে আসেনি। এই পরিকল্পিত খুনের সুষ্ঠ বিচার এর দাবী জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানার জন্য কামনা বিশ্বাসের স্বামী প্রশান্ত বিশ্বাসের মোবাইলে একাধিকবার কল করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মৃতের চাচা প্রভাস সরকার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় শ্বশুর বাড়ির বিরুদ্ধে অপমৃত্যুর লিখিত অভিযোগ করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles