মেহেদী হাসান মামুন, জেলা প্রতিনিধি, যশোর:
২৪ এপ্রিল ২০২৪ তারিখ রোজ বুধবার সকালে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাওড়ের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে শাড়ি পড়া এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা। এসময় তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরবর্তিতে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। এসময় দেয়াড়া ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডিবির এসআই খান মাইদুল ইসলাম রাজীব জানান, সকাল ৮ টার দিকে আমরা জানতে পারি বুকভরা বাওড়ের মঠবাড়ী পাড়ে এক অজ্ঞাত মহিলার মরদেহ পড়ে আছে। তথ্য প্রযুক্তির সহায়তায় জানা গেছে মেয়টির নাম মিতু কর্মকার। নিহত মিতু এক সময় মুসলমান ছিলেন। মুসলিম থেকে প্রেমের টানে খাদিজা থেকে মিতু কর্মকার হয়েছিল বলে জানা গেছে। বাড়ি সাতক্ষীরার পাটকেল ঘাটায়। তিনি ধর্মান্তরিত হয়ে হিন্দু ধর্মগ্রহণ করেন।
তিনি আরও বলেন, ঘটনার দুই ঘন্টার মধ্যে আসামী সনাক্ত করে , তাকে গ্রেফতার করেছি। আসামি হলেন চান্দুটিয়া গ্রামের মদন এর ছেলে মৃম্ময় । বর্তমানে আসামী ডি বি কার্যালয়ে আছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে, প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।