28.9 C
Bangladesh
Thursday, 19, June 2025
spot_img

যশোরে শিক্ষার্থীদের বিক্ষভ মিছিল জনস্রোতে পরিনত

মেহেদী হাসান মামুন, যশোর প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে যশোরে বিক্ষোভ মিছিল জনস্রোতে পরিনত হয়েছে। মিছিল চলাকালে ব্যানার, ফেস্টুন ও পুলিশ বক্সে ভাংচুর চালিয়েছে বিক্ষোভকারীরা।
০৩/০৮/২০২৪ শুক্রবার বিকেল ৩টার দিকে যশোর শহরতলীর পালবাড়ি মোড়ে জড়ো হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ লাইন, গরীব শাহ্ সড়ক হয়ে দড়াটানা মোড়ে প্রবেশ করে বিক্ষোভকারী কয়েকশ’ শিক্ষার্থী। এসময় তারা এ তান্ডব চালায়।

এদিকে, জুম্মার নামাজ শেষে শহরের মণিহার চত্বর থেকে ছাত্র জনতার ব্যানারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে মিছিল হয়েছে। এ মিছিল থেকে ছাত্র আন্দোলনে হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সাথে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীর নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয়।

বেলা সাড়ে ৩ টা থেকে যশোরে মুশলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের মধ্যে প্রবেশ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি।

অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবার সকাল থেকে যশোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল ও কড়া নজরদারি চোখে পড়ে। পুলিশের পাশাপাশি শহরে বিজিবি টহলও ছিল। এছাড়া শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলকে ঘিরে নিরাপত্তা দিতে পুলিশ একাধিক টিমকে গাড়িযোগে টহল দিতে দেখা গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles