মেহেদী হাসান মামুন, যশোর প্রতিনিধি:
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর সমর্থনে যশোর জেলা শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা পরিষদ সম্মেলন কক্ষে এর আয়োজন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব নুর কুতুব আলম মান্নান, সভাপতি জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাদ কেএম আজম খসরু, সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব শহিদুল ইসলাম মিলন, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, যশোর জেলা শাখা, জনাব শাহীন চাকলাদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, যশোর জেলা শাখা, সুলতান আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটি, জনাব মেহেদী হাসান, প্রচার সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটি, জনাব এ টি এম ফজলুল হক, দপ্তর সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটি, জনাব মোঃ মহিউদ্দিন, সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটি, জনাব শহীদ ডাকুয়া, সাহিত্য বিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটি, জনাব মোঃ ফিরোজ হোসেন, ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটি।
বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলন তার বক্তব্যের একপর্যায়ে বলেন, আমার নেত্রীর নির্দেশর, আমার দলের নির্দেশর দলকে শক্তিশালী করতে হবে। আমরা দলের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করতে চাই না। যারা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় আমরা তাদেকে তীব্র নিন্দা জানাই। জামাত-বিএনপিকে আমরা যশোর জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে চাই। আজ সেই সময় এসেছে যশোর জেলার প্রতিটা অলিগলি থেকে শ্রমিক নেতারা আজ এখানে উপস্থিত হয়েছেন। তাদেরকে নিয়ে আমরা যশোর জেলা আওয়ামী লীগকে শক্তিশালী করবো।
জনাব শাহিন চাকলাদার বলেন, শাহিন ভাই শাহিন ভাই বলবেন না স্লোগান হবে নেত্রীর নামে। আমরা চাই যশোর জেলা শ্রমিক লীগ ঢেলে সাজাবো। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আছেন যাদেরকে সভাপতি সম্পাদক দিবেন তাদেরকে নিয়ে আমরা যশোর জেলা শ্রমিক লীগ এমনভাবে গঠন করব যেটা হবে ঢাকার পরে সবথেকে শক্তিশালী সংগঠন।