মেহেদী হাসান মামুন, যশোর প্রতিনিধি:
বিগত কয়েক দিন যাবৎ পুলিশ সদস্যরা মাঠে না থাকায় যশোর শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থী, বিএনসিসি ক্যাডেট, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সোসাইটি সহ অন্যান্য সহযোগী সংগঠকগুলোকে।
গত তিনদিন থেকে তারা এ কার্যক্রম পরিচালনা করছে। যশোর শহরের দাড়াটানা মোড়, মনিহার চত্বর, চাচড়া চেকপোস্ট, আরবপুর, ধর্মতলা, পালবাড়ি মোড়, নিউমার্কেট মোড় সহ সকল গুরুত্বপূর্ণ মোড় গুলোতে এ কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। এ সময় রাস্তায় চলাচলরত সাধারণ জনগণ তাদেরকে পূর্ণসমর্থন করেছে।
ব্যক্তি উদ্যোগে ও বিভিন্ন সংস্থা থেকে তাদের জন্য খাবার ও পানি বিতরণ করতে দেখা গেছে। তাদের নিয়ন্ত্রণে থাকায় সাধারণ জনগণের ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা ছিল কম। সুশৃংখলভাবে তাদের নির্দেশনা মেনে সকল যানবাহন রাস্তায় চলাফেরা করছিল।
হেলমেট বিহীন মোটরসাইকেল, ওভারলোড মোটরসাইকেল ও আইনভঙ্গকারীদেরকে বিভিন্ন ধরনের সহনশীল শাস্তি দিতে দেখা গেছে। শিক্ষার্থীরা দিনের কয়েক ভাগে বিভক্ত হয়ে ডিউটি করেছে। দেশের কল্যাণে এমন কাজ করতে পেরে তারা আনন্দ প্রকাশ করেছেন।