মেহেদী হাসান মামুন, যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন বিপুল (দোয়াত কলম) মার্কা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান লাবু (বৈদ্যুতিক বাল্ব) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রর্থী বাসিনুর নাহার ঝুমুর (ফুটবল) এর সমর্থনে দেয়াড়া মডেল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গণসংযোগ করা হয়েছে।
গণসংযোগে উপস্থিত ছিলেন, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচন কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল কাদের,
৯ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, আওয়ামী লীগ নেতা ফকরুল ইসলাম, দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক, কামরুজ্জামান বাপ্পি সহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
তারা ৫ তারিখের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন বিপুলকে দোয়াত কলম মার্কা, ভাইস চেয়ারম্যান পদপ্রর্থী জাহিদুর রহমান লাবুকে বৈদ্যুতিক বাল্ব এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাসিনুর নাহার ঝুমুরকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।