ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত যুবলীগ নেতা আবু হানিফ মণ্ডলের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে লাশ নিয়ে মানববন্ধন করেছে তার স্বজন ও এলাকাবাসীরা।
শনিবার (২২ জুলাই) বিকেলে উপজেলার আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ গ্রামে এলে লাশ সামনে নিয়ে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী অংশ নেয়।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তারা দ্রুত আলামপুর ওয়ার্ড যুবলীগ নেতা আবু হানিফ মণ্ডলের হত্যার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানান।
শুক্রবার (২১ জুলাই) বিকেলে আলামপুর গ্রামে কৃষক বনাম ব্যাবসায়ীদের প্রীতি ফুটবল খেলার সময় সংঘর্ষে যুবলীগ নেতা আবু হানিফসহ পাঁচ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, যুবলীগ নেতা হত্যার ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। এদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।