কিশোরগঞ্জের কুলিয়ারচরের হেরিটেজ টোব্যাকো এবং ভৈরবের তারা টোব্যাকোতে অভিযান পরিচালনা করে প্রায় ৩২ কোটি টাকার সিগারেট ও স্ট্যাম্প জব্দ করেছে যৌথ বাহিনী।
যেখানে জড়িত রাজস্বের পরিমাণ ২৫ কোটি ৮৯ লাখ টাকা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, নরসিংদী, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, র্যাবের সমন্বয়ে যৌথ বাহিনীর দুটি টিম কিশোরগঞ্জের কুলিয়ারচরের হেরিটেজ টোব্যাকো ও ভৈরবের তারা ইন্টারন্যাশনাল টোব্যাকোতে অভিযান পরিচালনা করে। এ বিষয়ে বিভাগীয় মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
বুধবার এনবিআর পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন বিষয়টি নিশ্চিত করেছেন।