ঝিনাইদহের ১৬নং সুরাট ইউনিয়নের রতনহাট গ্রামের কৃষকরা মাঠের ফসল ঘরে ওঠাতে দূর্ভোগ। সরকারি রাস্তা থাকলে ও রাস্তার বেহাল দশা, নেই রাস্তার মেরামত। রতনহাট বাজার থেকে দক্ষিণ দিকে চাতরা বিলের সাথে সংযোগ পর্যন্ত সরকারি রাস্তা রয়েছে যা চার ভাগের এক অংশ ভেঙ্গে পুকুরের বিলিন যাচ্ছে। প্রায় দুই বছর আগে ওই রাস্তার কিছু অংশ জেলা পরিষদ থেকে নির্মাণ করেন। জেলা পরিষদের নির্মাণ অংশ ভাঙ্গন দেখে গত দুই মাস আগে গ্রামের খেটে খাওয়া মানুষের টাকা দিয়ে রাস্তা মেরামত করেন স্থানীয় জনগণ। ওই রাস্তা দিয়ে রতনহাট গ্রামের শত শত কৃষকদের আবদি ফসল ঘরে ওঠে এবং কয়েক শত মানুষের চলাচলের এক মাত্র পথ। এছাড়াও সরেজমিনে গিয়ে দেখা গেছে সরকারি রাস্তা মালিকানার দখলে চলে গেছে এবং রাস্তাটি চিকুন হয়ে গেছে। তাই মাঠের ফসল ঘরে আনার সময় ফসল বাহী গরুর গাড়িসহ ইঞ্জিল চালিত গাড়ি চলাচলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় কৃষকদের। শুধু তাই নয় চাতরা বিলের সকল আবাদি ফসল বাড়ি আসার কাজে ব্যবহার করা হচ্ছে এই রাস্তাটি। এরই ফলে কৃষকের কষ্টে ফলানো সোনার ফসল বাড়ি আনতে বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি হয়ে থাকে। স্থানীয় জনগণ প্রিন্ট মিডিয়াকে জানান যে, আমাদের প্রধান মন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন যে আমরা তো কৃষক আমাদের এই রাস্তা দিয়ে প্রায় পাঁচ-ছয়শত একর জমির ফসল আমরা বাড়িতে নিয়ে আসি তাই আমাদের এই রাস্তাটির বাকি অংশ সংস্করণ করার আহ্বান।