28.9 C
Bangladesh
Thursday, 19, June 2025
spot_img

শত শত শিক্ষক ভিসি হতে চান, ক্লাসে পড়াতে চান না : শিক্ষা উপদেষ্টা

দুরন্ত প্রকাশ ডেস্ক:

বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক ভিসি হতে চান, ক্লাসে পড়াতে চান না। কেউ ভিসি, কেউ প্রো-ভিসি হতে চান বলে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ক্ষোভ প্রকাশ করেন।

সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকেল ৩টায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা।

উন্নয়ন প্রকল্প সংক্রান্ত এক প্রশ্নের প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা বলেন, চলতি প্রকল্পগুলো সংশোধন করা হচ্ছে। তাই সময় লাগছে। বেসরকারি খাতের বিনিয়োগ কম হওয়ায় প্রকল্প ধীরগতিতে এগুলে অর্থপ্রবাহ বাড়বে না। অর্থপ্রবাহ বাড়াতে আগের প্রকল্পের কাজ এগোতে হবে। নতুন কিছু প্রকল্প হাতে নিতে হবে। তবে, চলমান প্রকল্পগুলোর মেয়াদ বৃদ্ধির আগে এর ব্যয় খতিয়ে দেখা হচ্ছে।

আমরা এমন ও দেখেছি, একজন সরকারি কর্মকর্তা ৩টি গাড়ি ব্যবহার করেন উল্লেখ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নিজের গাড়ি টেকে বেশি দিন, কিন্তু সরকারি গাড়ি দ্রুত নষ্ট ও অপচয় হয়। সারা দেশে কতগুলো গাড়ি আছে তার একটা হিসাব করব। খুব শিগগিরই আমরা তথ্য জোগাড় করব। কত গাড়ি কীভাবে ব্যবহার হয়, কারা ব্যবহার করে- সব হিসাব হবে।

প্রকল্পের আওতায় বড় বড় অবকাঠামো নির্মাণ কিংবা গাড়ি কেনার চেয়ে সিটি করপোরেশন ও পৌরসভায় নাগরিক সুবিধা বৃদ্ধি, পার্ক ও লাইব্রেরি নির্মাণ, জলাধার তৈরির উদ্যোগ নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, এতদিন সরকারি প্রকল্পের আওতায় সারা দেশে কতগুলো গাড়ি কেনা হয়েছে, সেগুলো কোথায় আছে, কীভাবে ব্যবহার হচ্ছে, সব খতিয়ে দেখবে সরকার। প্রকল্প শেষ হলে গাড়িগুলো কেন আর খুঁজে পাওয়া যায় না, সবকিছু যাচাই-বাছাই করা হবে।

সম্প্রতি ঢাকা-রংপুর মহাসড়কের কাজ টাঙ্গাইল পর্যন্ত স্থবির হয়ে আছে। শিগগিরই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানান এ উপদেষ্টা।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে যথেষ্ট বিদেশি অর্থায়ন আছে, আবার সুদের হারও কম। সুতরাং প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। অন্তর্বর্তী সরকার বিদেশি অর্থায়নের প্রকল্পগুলোকে বেশি অগ্রাধিকার দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া, ঢাকার বাইরে সিটি করপোরেশন ও পৌরসভায় নাগরিক সুযোগ-সুবিধা বাড়িয়ে রাজধানীকে বিকেন্দ্রীকরণ করা হবে বলে জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles