শেখ ইমন,শৈলকুপা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় জমিজমা সংক্রান্ত জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে ২জন আহত হয়েছে। শনিবার উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভ’ক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর মির্জাপুর গ্রামের মৃত রহমত শেখের স্ত্রী শাহিনা খাতুন ৪ কণ্যা সন্তান নিয়ে বসবাস করছেন। রহমত শেখের মৃত্যুর পর থেকে তার ভাই আসলাম এর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে আসলাম ও তার ছেলে সাব্বির জোরপূর্বক শাহিনার জমিতে টিনের বেড়া দেয়। এসময় শাহিনা খাতুন বাধা দিলে আসলাম ও সাব্বির লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় শাহিনা ও তার মেয়ে রুবনা আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় হামলার শিখার শাহিনা তার দেবর আসলাম ও তার ছেলে ছাব্বিরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হামলার শিকার শাহিনা খাতুন জানান, তাদের কোন পুত্র সন্তান নেই। তার স্বামী রহমত শেখের মৃত্যুর পর থেকে বিভিন্নভাবে তাদের জমিজমা দখলে নেওয়ার চেষ্টা করছেন আসলাম শেখ ও তার পরিবার। বাধা দিতে গেলে তারা বিভিন্ন সময়ে খুন ও জখমের ভয়-ভীতি দেখান। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভ’গছি।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম চৌধুরী জানান, জমিজমা বিরোধের জেরে হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।