শেখ ইমন, শৈলকুপা প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় শাহিদা প্রাইভেট হাসপাতালে ভূল অপারেশনে সিজারিয়ান রোগীর সদ্য ভূমিষ্ঠ শিশু বাচ্চার মৃত্যুর অভিযোগ উঠেছে। ৮ মার্চ শুক্রবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যুর ঘটনা ঘটে। প্রসূতি উপজেলার চরপাড়া গ্রামের বাসিন্দা তোফাজ্জেল জোয়ার্দারের মেয়ে ও রাজবাড়ি জেলার পাংশা উপজেলার পাট্টা গ্রামের বাসিন্দা নায়েব আলীর স্ত্রী। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রসূতি শাহিদা প্রাইভেট হাসপাতালে ভর্তি আছে। এদিকে অপারেশন অপারেশন করা ডাঃ কাশমিম সুজনের সুষ্ঠু বিচার দাবি করেছেন গৃহবধুর স্বজনরা।
জানা যায়,উপজেলার হাকিমপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের গৃহবধূ খুশি বেগম( ২৩) ৫ মার্চ সিজার অপারেশন করতে আসেন শাহিদা প্রাইভেট হাসপাতালে। ৬ মার্চ সকাল ১০ টায় অপারেশন করেন কুষ্টিয়া মেডিকেল কলেজের মেডিকেল অফিসার পরিচয় দেওয়া ভূয়া ডাঃ কাশমিম সুজন । এই প্রসূতিকে একাই অপারেশন ও অজ্ঞান দেওয়ার অভিযোগও ডাঃ কাশমিম সুজন বিরুদ্ধে। অপারেশন সঠিকভাবে না হওয়ায় অবস্থা বেগতিক দেখে নবজাতক শিশুকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করেন, এরপর অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে ৮ মার্চ শিশুটির মৃত্যু হয়। ডাঃ কাশমিম সুজনের অপচিকিৎসায় এর আগেও এমন অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোগীর ভাই আশরাফুল ইসলাম বলেন,আমার বোনকে শাহিদা প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশন করার জন্য ভর্তি করি।
কুষ্টিয়ার ডাক্তার পরিচয়ে অপারেশন করেন ডাঃ কাশমিম সুজন। অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বাচ্চার ফুল ছিড়ে গেছে বলে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করে। এরপর সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেলে রেফার করলে সেখানে শিশুর মৃত্যু হয়।ডাঃ কাশমিম সুজনের অবহেলার কারনে শিশুর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে ডাঃ কাশমিম সুজনকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
শৈলকুপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজা খাতুন বলেন, এব্যাপারে আমার কাছে কোন অভিযোগ আসেনি। তবে ডাঃ কাশমিম সুজনের অপারেশন করার কোন অধিকার নেই।