28.9 C
Bangladesh
Monday, 23, June 2025
spot_img

শৈলকুপায় ইউপি নির্বাচনে নৌকা ৭ স্বতন্ত্র ২

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নৌকার ৭ প্রার্থী জয়ী হয়েছেন। বুধবার অনুষ্ঠিত পঞ্চম ধাপের নির্বাচনে নৌকার প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হন। বাকী দুইটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। নির্বাচিত নৌকার চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ত্রীবেনী ইউনিয়নে সেকেন্দার আলী মোল্লা, মির্জাপুর ইউনিয়নে ফিরোজ, দিগনগর ইউনিয়নে জিল্লুর রহমান তপন, কাঁচেরকোল ইউনিয়নে এড সালাহ উদ্দীন জোয়ারদার মামুন, সারুটিয়া ইউনিয়নে মাহমুদুল হাসান মামুন, উমেদপুর ইউনিয়নে সাবদার হোসেন মোল্লা ও দুধসর ইউনিয়নে শাহাবুদ্দীন সাবু। অন্যদিকে ফুলহরি ইউনিয়নে আওলাদ হোসেন ও আবাইপুর ইউনিয়নে হোলাল উদ্দীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয় লাভ করেছেন।জেলা নির্বাচন কর্মকর্তা আঃ ছালেক জানান, ইউনিয়ন পরিষদ ভোটে শৈলকুপার ১২টি ইউনিয়নে ১১২টি ভোট কেন্দ্রে স্থাপন করা হয়। শৈলকুপা উপজেলার ৩টি ইউনিয়নে আওয়ামীলীগের তিন প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকী ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এছাড়া ১২ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৩ জন ও সাধারণ সদস্য পদে ৩২৮ জন প্রতিদ্বন্দিতায় ছিলেন। শৈলকুপায় মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৩২ হাজার ৩৮ জন। এর মধ্যে পুরষ ভোটার ১ লাখ ১৬ হাজার ২৬৭ ও মহিলা ভোটার ১ লাখ ১৫ হাজার ৭৭১। শৈলকুপার উমেদপুর. হাকিমপুর ও ধলহরাচন্দ্র ইউনিয়নের ২৭টি কেন্দ্রে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles