ঝিনাইদহের শৈলকুপার ৩নং দিগনগর ইউনিয়নের তমালতলা এলাকায় নদীর উপর নতুন সেতু নির্মানে জমি অধিগ্রহণে খাস জমি রেখে ব্যক্তিমালিকানাধীন ও মন্দীরের যায়গা অধিগ্রহণ করায় মানববন্ধন করেছেন গোপালপুর এলাকার হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা। সোমবার দুপুরে তমালতলা গোপালপুর সার্বজনীন দূর্গামন্দীর কমিটির সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করেন। এ সময় এলাকার হিন্দু সম্প্রদায়ের শত-শত নারী পূরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
গোপালপুর সার্বজনীন দূর্গামন্দীর কমিটির সভাপতি স্বপন কুমার সাহা জানান, তমালতলা গোপালপুর বাজারের দক্ষিন পাশে সরকারী খাস জমি রয়েছে। কিন্তু ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগ সে খাস জমি অধিগ্রহন না করে উত্তর পাশের ব্যক্তিমালিকানাধীন ও দূর্গামন্দীরের জমি অধিগ্রহন করছে। এ জমি অধিগ্রহন করলে তাদের আর পূজার যায়গা থাকে না।
এ ঘটনায় ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ জানান, তমালতলা নদীর উপর পুরাতন সেতু ভেঙ্গে যে নতুন সেতু নির্মান করা হবে সেখানে উভয় পাশে একটি মসজিদ ও একটি মন্দীর রয়েছে। এ দুটি ধর্মীয় প্রতিষ্ঠান অক্ষত থাকবে বলে তিনি জানান।