ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে বুধবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পণ্যের নির্ধারিত মূল্যের অধিক দামে বিক্রি ও বিক্রির সময় রশিদ প্রদান না করার অপরাধে বিসিআইসির সারের ডিলার মেসার্স প্রগতি ট্রেডার্সকে ২০০০০ টাকা, ওহিদ ট্রেডার্স ৫০০০ টাকা, আজাদ স্টোর ও ভাই ভাই ট্রেডার্স উভয়কে ৫০০ টাকা করে এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যলয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক, শৈলকুপা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান, ঝিনাইদহ জেলা ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকুসহ একদল পুলিশ অংশ নেন।