ঝিনাইদহের শৈলকুপায় সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা’র ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ৪ নভেম্বর ২০২০ শৈলকুপা উপজেলার আওয়ামীলীগের সিংহপুরুষ বীর মুক্তিযোদ্ধা দুই বারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা মৃত্যু বরণ করেন। আজ ০৫ নভেম্বর (শুক্রবার) জুম্মার নামাজ বাদ শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে তাহার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৪ বারের নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা, উপজেলা চেয়ারম্যান মোছাঃ শেফালী বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, ছাত্রলীগের, যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সহস্রাধিক কর্মী সমর্থক। সবশেষে মৃতের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সম্পন্ন করা হয়।