ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন ধরণের জীবন রক্ষাকারী স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জুলাই) দুপুরে ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সাংসদ আব্দুল হাই এমপি নিজস্ব তহবিল থেকে এসব সামগ্রী প্রদান করা হয়। এতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা অনেকটা পূরণ হতে চলেছে। উপকরণের মধ্যে রয়েছে ১০টি অক্সিজেন সিলিন্ডার, ১০টি অক্সিজেন ফ্লো মিটার, অক্সিজেন ট্রলি, ২টি প্যালস অক্সিমিটার। এ সময় শৈলকুপা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা এমপি আব্দুল হাই এর পক্ষ থেকে এসব সামগ্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন,বর্তমানে সারা দেশে করোনার প্রার্দুভাব ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। যেহেতু ঝিনাইদহ জেলা ভারত সীমান্তবর্তী হওয়ায় এ উপজেলায় ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যেতে পারে। এতে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সংকট না হয় তার আগাম প্রস্তুতি নেয়া হয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।