দূর্যোগ ও পূণর্বাসন ব্যবস্থাপণা অধিদপ্তরের সহযোগিতায় জি আর প্রকল্পের আওতায় মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৮ লক্ষ টাকা ১’হাজার ৬’শত দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ নগদ অর্থ প্রদান করা হচ্ছে । এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১’লক্ষ টাকার জনপ্রতি ৫’শত টাকা হারে ২’শত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে । একইভাবে উপজেলার অন্য ৭টি ইউনিয়নে এ অর্থ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান উপস্থিত থেকে অনুদানের এ অর্থ দুঃস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, ইউপি সদস্য নজরুল মোল্যা, আব্দুল মালেক শেখ, রজব আলী, জয়ন্ত কুমার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মীর আশরাফুল ইসলাম সাদ্দাম, জেলা কৃষিবিষয়ক সম্পাদক মেহরাব হোসেন অপি প্রমুখ ।