মেহেদী হাসান মামুন, যশোর প্রতিনিধি:
“বৈষম্য মুক্ত বাংলাদেশে শান্তিতে বাঁচতে চাই সংখ্যালঘুরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙচুর, বাড়ি-ঘরে হামলা, অগ্নিসংযোগ এর প্রতিবাদে এবং সাম্প্রদায়িক আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখা।
১০ আগস্ট ২০২৪ শনিবার সকাল এক দশটায় যশোরের প্রেসক্লাবের সামনে বন্ধন করে তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে থেকে তারা শহরের দোলাটানা মোড় হয়ে মনিহারে দিকে যায়।
“জ্বলছে স্বদেশ জ্বলছে মানবতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ চলমান পরিস্থিতিতে হিন্দুদের ওপর বর্বরোচিত হামলা, মঠ-মন্দির, ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভুমি দখলসহ সকল অত্যাচারের বিরুদ্ধে সমাবেশ করেছে “বৈষম্য বিরোধী সংখ্যালঘু ছাত্র আন্দোলন”
তাদের সাথে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ‘সচেতন সনাতনী সম্প্রদায়, যশোর’
তাদের প্রতিপাদ্য ছিল “বৈষম্য মুক্ত বাংলাদেশে, শান্তিতে বাঁচতে চাই ”
দাড়াটানা ভৈরব চত্বরে বিকাল ৪:০০ টায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।