এইচএসসির ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় ৫৩ জন শিক্ষার্থীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। সচিবালয়ের নিরাপত্তায় বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ের সব গেট বন্ধ করা হয়েছে।
বুধবার দুপুরে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করতে শুরু করেন। তারা অবিলম্বে এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সচিবালয়ে ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এক পর্যায়ে লাঠিচার্জ করে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
পরে সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে ৫৩ জন শিক্ষার্থীকে আটক করে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত রবিবার একই দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেন এইচএসসিতে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা বোর্ডের ভেতর ঢুকে হামলাও চালান। ভাঙচুর করেন বোর্ড চেয়ারম্যানের রুম।
গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪৫ হাজার ৯১১ শিক্ষার্থী।