পাহাড় চূড়ায় ডাকছে পাখি
মুগ্ধ করছে মন,
আরও আছে গাছগাছালি
সবুজ শ্যামল বন।
কমলালেবুর পাকা গন্ধে
জিভে আসে জল,
ছোটবড় আনারস আরও
নানা ফল।
চা বাগানের নতুন কুঁড়ি
সবুজ কচি পাতা,
অপলক চেয়ে থাকি
হৃদমাজারে গাঁথা।
জন্ম আমার সিলেটে ভাই
ধন্য এ জীবন,
দেখলে তারে পরান জুড়ায়
জুড়ায় দেহমন।
রেলগাড়িট চলে বেগে
আসে আমার গাঁয়,
পাহাড় চূড়ায় ডাকছে পাখি
মনের সুখে হায়!
কচি সবুজ চায়ের পাতা
দুলে বাতাসে,
বাবুই – টিয়া উড়ে সদা
রঙিন আকাশে।
পাহাড়- নদী – ঝরনার বাহার
দেখতে যদি চাও,
ট্রেনে করে বাড়ি থেকে
সিলেট শহর যাও।
মনটা তোমার ভরে যাবে
এমন সুন্দর দৃশ্যে,
আমার প্রিয় সিলেট ভূমি
সব জেলার শীর্ষে।