ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজলের বড় তাউই মোঃ জালাল উদ্দীন মাষ্টার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। পারিবারিক সুত্রে জানা গেছে, রোববার বিকাল সাড়ে ৫টার সময় তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি কয়েক বছর ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেরেল ও চার মেয়ে রেখে গেছেন। জালাল উদ্দীন মাষ্টার কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামের নখাতুল্ল্যার ছেলে। তিনি ভাতুড়িয়া সরকারী প্রাইমারি স্কুল প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তিনি ভেড়াখালী সোনাতনপুর সরকারী প্রাইমারি স্কুলে শিক্ষকতা শেষে অবসরে যান। তার মৃত্যুতে এলাকায় প্রিয় ছাত্রছাত্রী ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আজ রোববার বাদ এশা ভাতুড়িয়া গ্রামে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।