28.9 C
Bangladesh
Monday, 23, June 2025
spot_img

সাকিবের বায়োপিকে শাকিব!

বাইশ গজের তারকা মানেই সাধারণের নিকট যেন অতিমানব কেউ। তাদের নিয়ে কৌতূহলের শেষ নেই। চার-ছক্কার বাইরেও তাদের ব্যক্তিগত জীবন আছে। সেই জীবন নিয়েও তাদের আগ্রহ আকাশসম।

ক্রিকেট তারকাদের জীবন পর্দায় তুলে ধরতে বলউডের জুড়ি মেলা ভার। এ ধরনের সিনেমা নির্মাণ যেন তাদের মূলধারার সিনেমারই অংশ। ইতোমধ্যে বলিউডে শচীন টেন্ডুলকার, এমএস ধনীসহ অনেকের বায়োপিক নির্মিত হয়েছে। সেসব দর্শক মহলে প্রশংসিতও হয়েছে বেশ।

ঢালিউডে বায়োপিক নির্মাণের চর্চা একদম কম। যদিও এর আগে সাকিব আল হাসানের জীবন অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের খবর বেরিয়েছিল। বিশ্বসেরা অলরাউন্ডারও নিজের মুখে তা স্বীকার করেছিলেন। তবে বিষয়টি নিয়ে আর কোনো খবর আসেনি।

এবার একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে সাকিব আল হাসানের বায়োপিক নিয়ে কথা উঠল। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। সঞ্চালক অপুকে প্রশ্ন করেন, ক্রিকেটে যে অবস্থানে সাকিব আল হাসান, সেই একই অবস্থানে সিনেমায় কাকে রাখবেন? অর্থাৎ, অলরাউন্ডার সাকিবের বায়োপিকে কাকে রাখবেন?

জবাবে অপু বিশ্বাস বলেন, ‘১০০% শাকিব খান। আবার যদি বলা হয় শাকিব না, অন্য কেউ। তাহলে বলব সালমান শাহ। যাকে কি না আমরা মৃত্যুর ২৫ বছর পরও ধারণ করি।’

মাশরাফি বিন মুর্তজার বায়োপিকে কাকে দেখতে চান জানতে চাইলে ওই অনুষ্ঠানে উপস্থিত অন্য এক অভনেতা বলেন, ‘আমি মান্না ছাড়া কাউকে দেখছি না। তখন অপু বিশ্বাস এ জবাবে সম্মতি জানিয়ে বলেন, হ্যাঁ। আমি মান্না ভাইয়ের সঙ্গে কাজ করেছি।’

তবে অপু মনে করেন সিনেমায় মাশরাফির জায়গায় প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদ উপযুক্ত। তিনি বলেন, ‘আমি এক বাক্যে বলব, আমাদের বুলবুল আহমেদ স্যার। যেহেতু সময় উল্লেখ নেই তাই অন্য কারও নাম বলিনি।’

অপু বিশ্বাসের সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম ‘লাল শাড়ি’। তাতশিল্প নিয়ে চলচ্চিত্রটির গল্প। এখানে সাইমনকে ছিলেন রাজু নামের একজন তাত শ্রমিকের চরিত্রে। অপু বিশ্বাস তার বিপরীতে অভিনয় করেছেন শ্রাবণী হয়ে। ছবিটির নির্মাতা বন্ধন বিশ্বাস।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles