সৌদি আরবে ছিনতাইকারীর গুলিতে মো. জিলানী নামের (৩২) এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর হাজ্বীকান্দি গ্রামের আব্দুল মজিদ বেপারীর ছেলে।
জিলানীর আত্মীয় মো. জামান জানান, সৌদি আরবে কিছু ছিনতাইকারী বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টায় মো. জিলানীকে তার ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ ও গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করেন। তখন তিনি বাধা দিলে তাকে গুলি করে ছিনতাইকারীরা। এতে জিলানী ঘটনাস্থলেই মারা যায়।
জিলানীর পাঁচ ভাই ও দুই বোন রয়েছেন। তিনি একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের শরফত আলী মেয়ে মাইনুরকে এক বছর আগে বিয়ে করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।