হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সহধর্মিণী ও বাঙালী জাতির স্বাধীনতা অর্জনের নেপথ্যের কারিগর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম টানু মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল্লাহ হিল বাকী শিলু, উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েল, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম পিলু মল্লিক, কৃষকলীগ নেতা বদিউল আলম, সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ছাত্রলীগের আহবায়ক রিগান মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।