হীরক রাজার মতো বর্তমান সরকারেরও শেষ পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা রোড মার্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, দেশ আজ মারাত্মক হারে ঋণ খেলাপিতে দাঁড়িয়েছে। কারা এ অর্থ পাচার করেছে তা ক্রমান্বয়ে প্রকাশ করা হবে। এ অর্থের হিসাব পই পই করে দিতে হবে। এতে দেশের জনগণের হক আছে।
তিনি আরও বলেন, দেশকে বর্তমান সরকার হিরক রাজার দেশে পরিণত করেছে। তাই হিরক রাজার যেমন শেষ পরিণতি হয়েছিল আপনাদেরও তাই হবে।
এদিকে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকারকে যতক্ষণ পর্যন্ত বিদায় করতে পারবো না ততোক্ষণ আমরা রাস্তা ছাড়বো না। শয়তানীর একটা সীমা আছে, আপনি চোরের প্রধানমন্ত্রী। আপনি নেতাকর্মীদের বন্দি রেখেছেন। তাই বলছি সময় থাকতে মুক্তি দেন, পার্লামেন্ট ভেঙে দেন, নির্দলীয় সরকার গঠন করেন। নইলে মার যদি জনগণ শুরু করে তাহলে রেহাই পাবেন না।