দুরন্ত প্রকাশ ডেস্ক: ২২ ফেব্রুয়ারি বিকালে ঝিনাইদহ শহরে পাওয়ার হাউজ রোডের কলকাকলি প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি)’র উদ্যোগে এক কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) অনুপ্রেরণায় গঠিত, ‘এসিজি’ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভিত্তিক একটি নাগরিক প্লাটফরম
স্থানীয় নাগরিকদের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে গঠিত ‘এসিজি’ কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সনাক স্বাস্থ্য উপকমিটির যুগ্মআহ্বায়ক এন. এম. শাহজালাল। এসিজি সদস্য আবু জাহান খাঁন পরিচালিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন এসিজি’র সমন্বয়ক মো. মুবিনুল ইসলাম। আয়োজনের মূল পর্বে গুরুত্বপূর্ণ মতামত প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন নাগরিক তথা সেবগ্রহীতাবৃন্দ। এসময় নাগরিকবৃন্দ হাসপাতাল থেকে সেবা গ্রহণের অভিজ্ঞতা অনুযায়ি ভালো দিকসমূহ চিহ্নিতকরনের সাথে সাথে প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যাসমূহ উত্থাপন করেন এবং সমস্যাসমূহ সমাধানে করণীয় সম্পর্কেও সুপারিশ প্রদান করেন এসিজি এভাবে নাগরিকদের থেকে প্রাপ্ত অভিজ্ঞতাসমূহ পরবর্তিতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সভায় অবহিতকরণের মাধ্যমে সেবার মান্নোয়নে ভুমিকা রাখতে সচেষ্ট থাকবেন। যা সেবাদাতা ও গ্রহিতাদের মধ্যে সেতুবন্ধন স্থাপনে ভূমিকা রাখবে। এছাড়াও সভায় অংশগ্রহণ করেন এসিজি সদস্য, ইয়েস সদস্য, সনাক সদস্য এবং টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর বখতিয়ার হোসেন।