ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার সদর থানাধীন মধুপুর চারমাইল এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতারকৃত যুবক মোঃ মিরাজ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার সুৃলতার পুরের সাইফুল ইসলামের পুত্র।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার মেজর নাঈম জানান, গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন মধুপুর চারমাইল এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ভাতীয় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযান পরিচালনা করে মধুপুর চারমাইল শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর সামনে থেকে অবৈধ মাদকদ্রব্য (৪৬ বোতল) ফেন্সিডিলসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিরাজের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে