গাজীপুরের কালীগঞ্জে আজ বিকালে উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে ২৭ শে সেপ্টেম্বর জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিনের ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ও পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাদল হোসেন। এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রেজাউর রহমান আশরাফী খোকন এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রস্তুতি সভা অনুষ্ঠানটি শুরু হয়।
আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় বীর শহীদ মোঃ ময়েজউদ্দিন আহম্মদ এদেশের সাধারণ জনগনের ভাত ও ভোটের অধিকার আদায় করতে গিয়ে৷ শৈরাচার এরশাদ বাহিনী ১৯৮৪ সালে ২৭শে সেপ্টেম্বর কালীগঞ্জে নির্মমভাবে হত্যা করেন
আগামী ৩০ শে সেপ্টেম্বর কালীগঞ্জ আর আর এন পইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ ময়েজ উদ্দিনের ৩৭ তম স্বরণ সভাকে সফল ও স্বার্থক করার লক্ষে আজকের এই বিশেষ প্রস্তুতি সভা সভা অনষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ টিপু, পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন পনির সহ-সভাপতি শিমুল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির মোল্লা, সম্পাদক মোঃ ওয়াহিদ হাসান,পৌর যুব মহিলা লীগের সভাপতি ও পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর কান্তাা ভুইয়া, সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।