ঝিনাইদহ কালীগঞ্জ শহরের বৈশাখী তেলপাম্প নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার ফারাশপুর গ্রামের ওবাইদুল রহমানের ছেলে শাকিল হোসেন (২৮), নিশ্চিন্তপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে হানিফ রহমান (২৫) ও একই গ্রামের আশরাফ বিশ্বাসের ছেলে জামিরুল ইসলাম (৫০)।