ঝিনাইদহ জেলা শহরের কাঞ্চনপুর এলাকার কৃতি সন্তান মোঃ মোস্তাসিম তাহমিদ (ইভন) মেডিকেল অফিসার (ইউনানী) হিসেবে নিয়োগ পেয়েছেন। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির আওতাধীন অল্টারনেটিভ মেডিকেল কেয়ারে এ নিয়োগ দেওয়া হয়।
মোস্তাসিম তাহমিদ ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ মোজাম্মেল হকের ছোট ছেলে এবং ঝিনাইদহের গর্ব ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওলজি ডিপার্টমেন্টের স্বনামধন্য কনসালটেন্ট ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান (ইমরোজ) এর ছোট ভাই। অদম্য মেধাবী মোস্তাসিম অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি সহ ঝিনাইদহ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে গোল্ডেন জিপিএ ৫ পান। তিনি ঝিনাইদহ সরকারি কেসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হতে ব্যাচেলর অফ ইউনানী মেডিসিন এন্ড সার্জারি ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ হতে জনস্বাস্থ্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে মোস্তাসিম তাহমিদের নতুন কর্মস্থল দিনাজপুর জেলার খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তার এই সাফল্যের জন্য তার গর্বিত পিতা-মাতা ও পরিবার সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি যেন দেশ ও জনগণের সেবা করতে পারেন।